Site icon Jamuna Television

চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

চট্টগ্রামের বাকলিয়ায় গৃহবধূ বুবলি আক্তারকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। আজ ভোর রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গত রাত দশটা নাগাদ ঘরে ঢুকে গুলি করে হত্যা করা হয় বুবলি আক্তারকে। রাতে মামলা দায়েরের পর আসামি ধরতে অভিযানে নামে পুলিশ। অভিযানের একপর্যায়ে কর্ণফুলী পাড় এলাকায় পুলিশকে লক্ষ্য করে গুলি করে আসামিরা। পুলিশও পাল্টা জবাব দেয়। দু’পক্ষের মাঝে চলা বন্দুকযুদ্ধের একপর্যায়ে নিহত হয় প্রধান আসামি শাহ আলম। গুলিবদ্ধি অবস্থায় আরও দু’জনকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি বিদেশি পিস্তল।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া পিস্তল দিয়ে বুবলি আক্তারকে হত্যা করা হয়েছিল।

Exit mobile version