Site icon Jamuna Television

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় পাকিস্তানে ১১ সংগঠন নিষিদ্ধ

সন্ত্রাসবাদের সাথে জড়িত থাকার অভিযোগে লাহোরভিত্তিক ১১টি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করলো, পাকিস্তান। প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে মন্ত্রিসভার এক বৈঠকে নেয়া হয় এ সিদ্ধান্ত।

নিষিদ্ধ জয়েশ-ই-মোহাম্মদ ও জামাত-উদ-দাওয়ার সাথে সম্পৃক্ত ছিলো কালো তালিকাভুক্ত নতুন সংগঠনগুলো। সন্ত্রাস নির্মূলে ‘জাতীয় কর্মপরিকল্পনা- ২০১৫’ বাস্তবায়নের অংশ হিসেবে এলো সিদ্ধান্ত। এর আওতায়, ৩০ হাজার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেয়ারও ঘোষণা দেয় সরকার।

চলতি মাসেই, জয়েশ-ই-মোহাম্মদ প্রতিষ্ঠাতা মাসুদ আজহারকে সন্ত্রাসী তালিকাভুক্ত করে জাতিসংঘ। পুলওয়ামা হামলার পর থেকেই আন্তর্জাতিক চাপে রয়েছে পাকিস্তান।

Exit mobile version