Site icon Jamuna Television

রাজশাহীতে ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

রাজশাহী ব্যুরো

রাজশাহী নগরের ঔষধের দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‍্যাব। অভিযানে দোকানগুলোতে অনুমোদনহীন ও নিষিদ্ধ ঘোষিত ফুড সাপ্লিমেন্ট, নির্দিষ্ট তাপমাত্রার বাইরে ইনজেকশনসহ মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করা হয় ও সংশ্লিষ্ট দোকানগুলো থেকে জরিমানা আদায় করা হয়।

রোববার (১২মে) সকাল থেকে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন লক্ষ্মীপুর মোড়ে অবস্থিত ঔষদের ফার্মাসীগুলোতে এ অভিযান চালান হয়। এসময় লক্ষ্মীপুর ইসলামী মেডিকেল কলেজ হাসপাতাল ও বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের নিচে অবস্থিত রয়েল ফার্মাসী, জামান ফার্মাসী, আল-নূর ফার্মাসী, ওল্ড রাজশাহী ফার্মাসী, ট্রিপিক্যাল ফার্মাসীসহ ১০টির মতো ফার্মাসিতে অভিযান চালান হয় ও ঔষধ বিক্রিতে অনিয়ম পাওয়া যায়।

অভিযানকালে নিজাম উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, ভোক্তাদের নিরাপত্তার স্বার্থে অভিযানটি চালান হয়েছে। এসময় ঔষধের দোকানগুলোতে থেকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, নিষিদ্ধ ফুড সাপ্লিমেন্টসহ নির্দিষ্ট তাপমাত্রার বাইরে ইনজেকশন জব্দ করা হয়।

Exit mobile version