
ছবি: সংগৃহীত
মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা, রূপবান পত্রিকার সম্পাদক জুলহাস মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয় হত্যা মামলায় ৮জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আদালতে এই অভিযোগপত্র পাঠানো হয়। অভিযুক্ত আট আসামির মধ্যে চারজন গ্রেফতার চারজন পলাতক।
অভিযোগপত্রে উল্লেখ আছে, এই ডাবল মার্ডার হত্যার নির্দেশ দিয়েছিল আনসার আল ইসলামের নেতা চাকুরীচ্যুত মেজর জিয়াউল হক। নিষিদ্ধ এই সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী হত্যায় জড়িত। গ্রেফতারকৃতরা হলো, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, আরাফাত রহমান, শেখ আব্দুল্লাহ, ও আসাদুল্লাহ। পলাতক, জিয়াউল হক, আকরাম হোসেন, সাব্বিরুল হক ও জুনাইদ আহমেদ। ২০১৬ সালের ২৫ এপ্রিল কলাবাগানে নিজ বাসায় হত্যা করা হয় জুলহাস ও তনয়কে।



Leave a reply