Site icon Jamuna Television

সরানোর নির্দেশের পরও প্রাণসহ ৫২টি নিম্নমানের পণ্য এখনও বাজারে

বিএসটিআই ঘোষিত মানহীন ৫২টি পণ্য বাজার থেকে সরাতে হাইকোর্টের নির্দেশের পরও সেগুলো বাজারে দেখা যাচ্ছে। রাজধানীর বিভিন্ন সুপারশপ ও দোকান ঘুরে এ চিত্র দেখা গেছে।

সুপার শপ গুলোতে প্রাণ হলুদ গুড়া, প্রাণ লাচ্ছা সেমাই, প্রাণ কারী পাউডার, মধুমেলা লাচ্ছা, মিঠাই লাচ্ছা বাঘাবাড়ির স্পেশাল ঘিসহ ৫২ টি নিম্নমানের বেশির ভাগ পণ্যই এখনও সরানো হয়নি। গতকালও রিটের শুনানিতে এ বিষয়ে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন হাইকোর্ট।

আদালত বলেন, প্রয়োজনে এসব পণ্য খাবে না মানুষ। তারপরও অনিয়ম বরদাস্ত করা যায় না।

Exit mobile version