Site icon Jamuna Television

জাহালমের ক্ষতিপূরণ ও দোষীদের চিহ্ণিত করার বিষয়ে শুনানিতে বাধা নেই

বিনা অপরাধে ৩ বছর কারাভোগ করা জাহালমের ক্ষতিপূরণ ও দোষীদের চিহ্ণিত করার বিষয়ে হাইকোর্টে শুনানি হতে বাধা নেই।
মামলার রিটকারী আইনজীবী অমিত দাস গুপ্ত জানান, জাহালমের মামলা স্থগিতে দুদকের করা আবেদন শুনানিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। এর ফলে জাহালমের মামলা হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে চলতে আর বাধা নেই।

গত ২৩ এপ্রিল জাহালমের মামলার সব কার্যক্রম ১৩ মে পর্যন্ত স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। বিনা অপরাধে দুর্নীতির ৩৩ মামলা কাঁধে নিয়ে তিন বছর কারাভোগের পর হাইকোর্টের আদেশে মুক্ত হন টাঙ্গাইলের জাহালম।

সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে আবু সালেক নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৩৩টি মামলা করে দুদক। কিন্তু তদন্ত কর্মকর্তাদের ভুলে সালেকের বদলে তিন বছর ধরে কারাগারে কাটাতে হয় টাঙ্গাইলের জাহালমকে।

Exit mobile version