Site icon Jamuna Television

ওয়াসার পানি ব্যবহার অনুপযোগী ১৬ এলাকার তালিকা হাইকোর্টে, বুধবার আদেশ

ঢাকার ১৬ এলাকার ওয়াসার পানি ব্যবহারের একেবারে অনুপযোগী বলে হাইকোর্টে তালিকা দিয়েছেন রিটকারী আইনজীবী। আগামী বুধবার এ বিষয়ে আদেশ দেবেন আদালত।

এলাকাগুলো হচ্ছে, জুরাইন, দনিয়া, শ্যামপুর, উত্তরা সেক্টর ৪, লালবাগ, রাজার দেউরি, মালিবাগ, মাদারটেক, বনশ্রি, গোড়ান, রায়সাহেব বাজার, মোহাম্মদপুর বসিলা, মিরপুর পল্লবী, কাজীপাড়া, সদরঘাট।

এদিকে আদালতে এ বিষয়ে আরেকটি রিট আবেদনের প্রেক্ষিতে ওয়াসার গাফিলতি কারণে ক্ষোভ প্রকাশ করেছেন আদালত। এছাড়া অনিরাপদ পানি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ওয়াসার এমডি গণমাধ্যমে কোনো বক্তব্য দিতে পারবে না বলেও জানান আদালত।

Exit mobile version