Site icon Jamuna Television

ঝিনাইদহে বাড়ি থেকে কৃষকের লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুর চরপাড়া গ্রাম থেকে এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে নিজ ঘরের বারান্দা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত জয়নুদ্দিন মালিথা (৬০) ওই গ্রামের মৃত সবেদআলী মালিথার ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, জয়নুদ্দিন প্রতিদিনের মতো গতরাতেও নিজ ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়ে। আজ ভোররাতে তার স্ত্রী ঘুম থেকে উঠে স্বামীকে ডাকতে গেলে তার কোন সাড়া না পেয়ে চিৎকার করেন।

এসময় বাড়ির পাশের লোকজন ছুটে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। স্থানীয়রা পুলিশে খবর দিলে সকাল ১০ টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

এরপর ময়না তদন্তের জন্য মৃতদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত শেষে তার মৃত্যুর কারণ জানা যাবে বলেও মন্তব্য পুলিশের। জয়নুদ্দিনের স্ত্রী আবেদা বেগমকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

Exit mobile version