Site icon Jamuna Television

কুষ্টিয়ায় মাদক মামলায় স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন 

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় মাদক মামলায় স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আদালতে আসামিদের উপস্থিতিতে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার টেবিলের ১(খ) আইনে দোষি সাব্যস্ত করে এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার খোদ্দভালুকা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে হবিবর রহমান ও তার স্ত্রী মোছাঃ জোসনা খাতুন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৯ আগষ্ট জেলার কুমারখালী উপজেলার খোদ্দভালুকা গ্রামে বাসিন্দা হবিবর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া কার্যালয়ের কর্মকর্তারা। এই ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া কার্যালয়ের উপ-পরিদর্শক জাকির হোসেন বাদী হয়ে কুমারখালী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং- ২২, তারিখ-২৯/০৮/২০১৭ ইং। দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ বিচারক আজ এই রায় দেন।

Exit mobile version