Site icon Jamuna Television

বিশ্ব র‌্যাংকিংয়ে সবার ওপরে কাতার এয়ারওয়েজ ও দোহা এয়ারপোর্ট

বিমান ভ্রমণের কথা বললে কাতারের নাম উঠে আসবেই সবার ওপরে। বিশ্বমানের বিমান পরিবহন সেবা দিয়ে আসছে দেশটির ফ্লাগশিপ এয়ারলাইন্স কাতার এয়ারওয়েজ। বিশ্বের অন্যান্য শীর্ষস্থানীয় বিমান সংস্থার সাথে পাল্লা দিয়ে সবচেয়ে ভাল সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

চলতি বছর এয়ারহেল্প নামক র‌্যাংকিং প্রতিষ্ঠানের রিপোর্টে বিশ্বের সেরা এয়ারলাইন্স হিসেবে নির্বাচিত হয়েছে কাতার এয়ারওয়েজ। একইসাথে সেরা বিমানবন্দরের খেতাব জিতে নিয়েছে দোহার হামাদ ইন্টারনেশনাল এয়ারপোর্ট।

বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০ পয়েন্টের মধ্যে ৮ দশমিক ৮৯ পেয়েছে হামাদ এয়ারপোর্ট। বিমানবন্দরটি বিশেষ করে তার সেবা এবং কেনাকাটা ও খাবারের মানের জন্য বেশি পয়েন্ট পেয়েছে।

অবশ্য জাপানের টোকিওতে অবস্থিত হানেদা ইন্টারনেশনাল এয়ারপোর্টও হামাদের সাথে যৌথভাবে শীর্ষস্থানে রয়েছে।

এরপর যথাক্রমে রয়েছে গ্রীসের এথেন্স ইন্টারনেশনাল এয়ারপোর্ট এবং ব্রাজিলের আলফনসো পেনা ইন্টারনেশনাল এয়ারপোর্ট। বিমান সংস্থার মধ্যে কাতার এয়ারওয়েজের পরে অবস্থান আমেরিকান এয়ারলাইন্সের। তৃতীয় স্থানে রয়েছে এরোমেক্সিকো।

Exit mobile version