Site icon Jamuna Television

ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ২২ মে

ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২২ মে থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। চলবে ২৬ মে পর্যন্ত। আর ফিরতি টিকিট বিক্রি হবে ২৯ মে।
সোমবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান রেল সচিব মোফাজ্জেল হোসেন।

রেল সচিব মোফাজ্জেল হোসেন জানান, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নেয়া হয়েছে। এবার টিকিট কিনতেও ভোগান্তি পোহাতে হবে না। এবারই প্রথম ট্রেনের টিকিট স্টেশনের বাইরে বিক্রি করার ব্যবস্থা করা হয়েছে।

সচিব আরও জানান, এবারই প্রথম পাঁচটি জায়গা থেকে ট্রেনের আগাম টিকিট দেয়া হবে। কমলাপুর রেল স্টেশন ও বিমানবন্দর স্টেশন ছাড়াও তেজগাঁও, বনানী এবং ফুলবাড়িয়া থেকে এই টিকিট বিক্রি হবে।

এবার ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি হবে। টিকিট কালোবাজারি রোধে জাতীয় পরিচয়পত্র দেখানোর পরই টিকিট দেয়া হবে।

শিডিউল ঠিক রাখতে ঈদের তিন দিন আগে থেকে কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্য মালবাহী ট্রেন চলবে না। ঈদের দিন বিশেষ ব্যবস্থায় কয়েকটি মেইল ট্রেন চালানো হবে, তবে কোনো আন্তঃনগর নয়।

সচিব আরও জানান, এই ঈদে ছয়টি স্পেশাল ট্রেন ছাড়া হবে। এগুলো ২ থেকে ৪ জুন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছাড়া হবে এবং ঈদের পরে ৬ থেকে ১২ জুন বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় আসবে।

Exit mobile version