Site icon Jamuna Television

এখন উচিত কথা বলা ঝুঁকিপূর্ণ : কামাল হোসেন

বাংলাদেশ স্বৈরতন্ত্রের জায়গা নেই। মুক্তির পথে জয় আসবে বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। দুপুরে জাতীয় প্রেসক্লাবে বরেণ্য সাংবাদিক মাহফুজ উল্লাহ’র প্রয়াণে নাগরিক শোকসভায় এ কথা বলেন তিনি।

ড. কামাল বলেন, এখন উচিত কথা বলা ঝুঁকিপূর্ণ; তবে নিরাস হওয়ার কারণ নেই। মাহফুজ উল্লাহ ঐক্য গড়ার ব্যাপারে ভূমিকা পালন করেছিলেন। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, মাহফুজ উল্লাহ সত্যকে সত্য বলতেন, সমাজ সচেতন মানুষ ছিলেন। কল্যাণমূলককাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। জাতির কাছে তার অভাব পূরণ হবে না।

শোকসভায় অন্যান্য বক্তারা বলেন, সুখি, আধুনিক ও গণতান্ত্রিক দেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার বিকল্প নেই।

Exit mobile version