Site icon Jamuna Television

ছাত্রলীগের সহ-সম্পাদক হলেন ঢাবি ভিসিপুত্র আশিক খান

কেন্দ্রীয় কাউন্সিলের প্রায় এক বছর পর ঘোষিত হয়েছে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি। আজ সোমবার ৩০১ সদস্যের কমিটির তালিকা প্রকাশ করা হয়।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী যমুনা টেলিভিশনকে জানান, প্রধানমন্ত্রীর অনুমোদনের মাধ্যমে কমিটি চূড়ান্ত হয়েছে।

কমিটিতে সহ-সম্পাদক পদ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আখতারুজ্জামানের ছেলে আশিক খান। পদপ্রাপ্তির বিষয়ে যমুনা টেলিভিশনের কাছে অনুভূতি জানাতে গিয়ে আশিক বলেন, খুবই ভালো লাগছে। ছাত্রলীগের সবার প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞা জানাচ্ছি। আমি সবার দোয়া চাই।

গত বছরের ১১-১২ মে ছাত্রলীগের ২৯ তম জাতীয় সম্মেলন হয়। এর দুই মাস পর ৩১ জুলাই রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের কমিটি দেয়া হয়।

 

 

Exit mobile version