Site icon Jamuna Television

হাসপাতালের টয়লেট থেকে ফুটফুটে শিশু উদ্ধার!

রাজধানীর শেরেবাংলা নগরের শিশু হাসপাতালের টয়লেট থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে । মঙ্গলবার দুপুরের কিছু আগে কে বা কারা গোপনে কমন টয়লেটে ফেলে যায় ফুটফুটে শিশুটিকে।

এরপরই কয়েকজন তা টের পেয়ে উদ্ধার করে শিশুটিকে চিকিৎসকদের কাছে নিয়ে যান। হাসপাতালেই তার প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। প্রতিষ্ঠানটির কর্মচারি পলি আক্তারের কাছে রাখা হয়েছে শিশুটিকে। তার বয়স দুইদিন। ওজন একটু কম হলেও সুস্থ আছে শিশুটি।হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, কেউ চাইলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চাটির দত্তক নিতে পারবেন। আর আগ পর্যন্ত সে হাসপাতালের তত্ত্ববধানেই থাকবে।

শিশুটির জন্ম কোথায়, কারা তাকে ফেলে গেলো সে উত্তর জানতে কাজ শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ। শিশু উদ্ধারের পর শেরেবাংলানগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

Exit mobile version