Site icon Jamuna Television

শ্রীলঙ্কায় ফের দেশজুড়ে কারফিউ জারি

শ্রীলঙ্কায় বিভিন্ন স্থানে মুসলিমদের ওপর হামলার ১৭ ঘণ্টার মাথায় ফের দেশজুড়ে কারফিউ জারি করেছে প্রশাসন। সহিংসতার ঘটনায়, কট্টর ডানপন্থি বৌদ্ধ নেতাসহ অন্তত ৬০ জনকে আটক করা হয়েছে।

সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কায় স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা থেকে শুরু হয় অনির্দিষ্টকালের কারফিউ। পুলিশ জানিয়েছে, সবচেয়ে বেশি সংঘাতপ্রবণ নর্থ-ওয়েস্টার্ন প্রদেশে দীর্ঘসময় কারফিউ জারি থাকবে। মসজিদ ও মুসলিমদের বাড়িঘর-দোকানপাটে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ছাড়াও এই অঞ্চলটিতে বিচ্ছিন্ন গোলাগুলির খবরও নিশ্চিত করেছে পুলিশ। রোববারের প্রার্থনায় আবারও হামলা চালাবে মুসলিম সম্প্রদায় -ফেসবুকে এমন পোস্টের জেরে গেল চারদিন ধরে উত্তপ্ত শ্রীলঙ্কা। হয়েছে প্রাণহানিও। বন্ধ রাখা হয়েছে সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে গোটা দেশে কারফিউ জারি হলেও সংখ্যালঘু মুসলিমদের ওপর হামলা বন্ধ হয়নি।

Exit mobile version