Site icon Jamuna Television

হামলার প্রতিবাদে ছাত্রলীগের পদবঞ্চিতদের মানববন্ধন

ছাত্রলীগের কমিটিতে বিতর্কিতদের নিয়োগের প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে মানবন্ধন করেছে ছাত্রলীগের পদবঞ্চিতরা। সকালে ঢাকা বিশ্ববিদ্রালয়ের অপরাজেয় বাংলায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় আন্দোলনর কর্মীরা বলেন, এই কমিটি গঠনের মাধ্যমে ছাত্রলীগের মূল গঠনতন্ত্রের ব্যতয় ঘটেছে। যোগ্যদের স্থান দেয়া হয়নি। হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটি নিয়েও প্রশ্ন তোলেন পদবঞ্চিতরা।

তারা জানান, হামলার শিকার হয়েছেন এমন কারো সাথে তদন্ত কমিটির কোন সদস্যই এখন পর্যন্ত যোগাযোগ করেনি। তাই তাদের তদন্ত রিপোর্টও প্রশ্নবিদ্ধ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। প্রশ্নবিদ্ধদের কমিটি থেকে বাদ দিয়ে যোগ্যদের নিয়ে কমিটি করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনরত ছাত্রলীগ কর্মীরা।

Exit mobile version