Site icon Jamuna Television

নুসরাত হত্যা: ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে পিবিআই

ফেনী সোনাগাজীতে আগুনে পুড়ে হত্যার শিকার নুসরাত জাহার রাফির একটি জবানবন্দী ছড়িয়ে দেয়ার দায়ে ফেনী সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)

এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা হবার পর বরখাস্ত করা হয় ওসি মোয়াজ্জেমকে।

পিবিআই জানিয়েছে নিয়ম বহির্ভূতভাবে নুসরাতের জবানবন্দি রেকর্ড ও তা ছড়িয়ে দেন ওসি নিজেই। এ মামলার চার্জশিট আগামী সপ্তাহে দেয়া হবে বলেও জানায় পিবিআই।

Exit mobile version