Site icon Jamuna Television

কৃষিমন্ত্রী’র ধানের দাম বাড়ানো সম্ভব নয় এমন বক্তব্য গণবিরোধী: রিজভী

ক্ষমতাসীনদের লুটপাটের সুযোগ করে দিতেই ধানের ন্যায্য মূল্য থেকে কৃষকদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, ধানের ন্যায্যমূল্যের দাবি ও পাটকল শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে সরকারকে। কৃষিমন্ত্রী’র ধানের দাম বাড়ানো সম্ভব নয় এমন বক্তব্য গণবিরোধী বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। ধানের ন্যায্যমূল্যের দাবিতে ২১ মে দেশের সব জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি ও ২৩ মে সকল ইউনিয়নের হাটে-বাজারে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন তিনি।

Exit mobile version