Site icon Jamuna Television

দ্বিতীয় বারের মতো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হলেন জোকো উইদোদো

দ্বিতীয় মেয়াদে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জোকো উইদোদো। আজই নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন।

৫৫ শতাংশের বেশি ভোট পেয়েছেন উইদোদো। তার প্রতিদ্বন্দ্বী জেনারেল প্রাবো সুবাইন্তো পেয়েছেন ৪৪ শতাংশের কিছু বেশি ভোট। বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয় ১৭ এপ্রিল।

বেসরকারি ফলাফলে আগেই জয়ী ঘোষণা করা হয় উইদোদোকে। অবশ্য ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিরোধীরা। আনুষ্ঠানিক ফল ঘোষণার আগে থেকেই নির্বাচনে জালিয়াতির অভিযোগ করে আসছিল তারা।

তবে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি দেশি বিদেশি পর্যবেক্ষক সংস্থাগুলোর।

Exit mobile version