Site icon Jamuna Television

ইংল্যান্ডের বিশ্বকাপ জার্সি নিয়ে সমালোচনার ঝড়

বিশ্বকাপের জন্য জার্সিসহ নতুন কিটস তৈরি করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। জার্সির ছবি সোশ্যাল মিডিয়া টুইটারে প্রকাশ করেছে তারা। সেটি কেমন হয়েছে তা সমর্থকদের কাছে জানতে চাওয়া হয়।

অসংখ্য ভক্তের রিপ্লাই নেতিবাচক। ইংলিশদের নতুন জার্সির রং বেশিরভাগ সমর্থকেরই পছন্দ হয়নি। অনেকে ইয়ন মরগানদের নতুন জার্সিকে টিম ইন্ডিয়ার জার্সির সঙ্গে গুলিয়ে ফেলছেন। ক্রিকেটের বৈশ্বিক আসরে দুই দলের ম্যাচের সময় তাদের আলাদা করে চেনা যাবে কি না-এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

ইংল্যান্ড সাধারণত লাল জার্সিতে টি-টোয়েন্টি খেলে। ওয়ানডে খেলে গাঢ় নীল রংয়ের জার্সি পরে। দলটির বিশ্বকাপের জার্সির রং উজ্জ্বল আকাশি নীল। এমন জার্সিকে অনেকে বেদনাদায়ক আখ্যা দিয়েছেন। কেউ স্পষ্টতই বিরক্তি প্রকাশ করেছেন। অনেকে মান্ধাত্মা আমলের বলে উল্লেখ করেছেন।

কোনো নেটিজেন টিপ্পনি কেটে বলছেন, ভারতের জার্সি পরে বিশ্বকাপে মাঠে নামবে ইংল্যান্ড। কয়েকজন রায় দিয়েছেন, সদ্য সমাপ্ত পাকিস্তানের বিপক্ষে সিরিজের জার্সি বিশ্বকাপ জার্সির চেয়ে ভালো ছিল।

Exit mobile version