Site icon Jamuna Television

আগামী অর্থবছরের বাজেট পাঁচ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী অর্থ বছরের বাজেট পাঁচ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে। সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত ইফতার আয়োজনে তিনি একথা বলেন।

দেশের বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতাদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেন প্রধানমন্ত্রী। গণভবনে এই ইফতার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান শেখ হাসিনা।

এসময় দেশবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানান তিনি। বলেন, সরকারের নানা উন্নয়ন কার্যক্রমের সুফল ভোগ করতে শুরু করেছে মানুষ। ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

Exit mobile version