রাজধানী মিরপুরের রূপনগর আবাসিক এলাকার ১০ নম্বর রোডের একটি ৬ তলা ভবন থেকে এক নবজাতককে ফেলে দেয়া হয়েছে। এতে ঘটনাস্থলে ওই নবজাতকের মৃত্যু হয়।
শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রূপনগর থানার ওসি শেখ মোহাম্মদ শাহ আলম।
ওসি বলেন, রূপনগর আবাসিক এলাকায় দুপুরে এ ঘটনা ঘটে। নবজাতটির বয়স সর্বোচ্চ ১দিন হবে। মায়ের পেটের নাড়িও কাটা হয়নি। সদ্য ভূমিষ্ঠ এই নবজাতকটিকে কে বা কারা ৬ তলা ভবন থেকে রাস্তায় ফেলে দিয়েছে- তা জানা যায়নি। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশপাশের বাড়িতে খুঁজেও নবজাতকের বাবা-মাকে খুঁজে পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
যারা এই নিষ্ঠুর কাজটি করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

