Site icon Jamuna Television

অক্টোবরে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের তৃতীয় আসর

আগামী অক্টোবরে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের তৃতীয় আসর।

বাংলাদেশ ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন সংগঠনের সভাপতি তরফদার রুহুল আমিন।

চট্টগ্রাম আবাহনী ক্লাব আয়োজিত এই প্রতিযোগিতায় আনা হবে মানসম্পন্ন সব ক্লাব। এর আগে ২০১৬ ও ১৭ মৌসুমে টুর্নামেন্টের দুটি আসর আয়োজন করেছিলো চট্টগ্রাম আবাহনী।

বাংলাদেশ ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর সব ক্লাবের প্রতিনিধিরা। পাশাপাশি উপস্থিত ছিলেন সাবেক তারকা ফুটবলার ও সংগঠনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ।

যমুনা অনলাইন/ইউএমএম

Exit mobile version