Site icon Jamuna Television

উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে সমালোচনার ঝড় টুইটারে

ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের দ্য মল এ হয়ে গেল ২০১৯ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। সাদামাটা এই উদ্বোধনী অনুষ্ঠান দেখে মোটেও মন ভরেনি দর্শকদের। আর তাই উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়।

মাত্র এক ঘণ্টা ব্যাপ্তির এই উদ্বোধনী অনুষ্ঠান দেখে হতাশা প্রকাশ করেছেন অনেকেই। ঘুরেফিরে বারবার আলোচনায় আসছে ২০১১ বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের কথা । সেই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজকের দ্বায়িত্বে ছিল বাংলাদেশ। চোখ ধাঁধানো সেই আয়োজন নজর কেড়েছিল সবার।

এবারের সাদামাটা আয়োজন দেখে তাই টুইটারে অনেকে সেই জমকালো আয়োজনের স্মৃতিচারণ করেছেন। তারা বলছেন, অনেক ক্রিকেট বা ফুটবল লিগের উদ্বোধনী অনুষ্ঠানও এর চেয়ে আরও জমজমাট হয়। অনেক ভক্ত এবং ক্রিকেটামোদীরা এবারের আয়োজনকে বিশ্বকাপ উদ্বোধনের সবচেয়ে বাজে আয়োজন বলে আখ্যায়িত করেছেন।

Exit mobile version