Site icon Jamuna Television

বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত থেকে রুবেল মিয়া (৩০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। আটক গরু ব্যবসায়ী রুবেল বলিয়াডাঙ্গী উপজেলার হরিণমারি ইউনিয়নের পাল বস্তি গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম সাফিউন নবী ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার ভোরে রুবেল সহ আরো বেশ কয়েকজন রত্নাই সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এসময় ভারতের সোনামতি বিএসএফ ক্যাম্পের সদস্যরা রুবেলকে আটক করলেও অন্যরা পালিয়ে বাংলাদেশে ফেরত আসে।

এঘটনায় আটক বাংলাদেশিকে ফেরত আনতে পতাকা বৈঠক আহবান জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হলেও তার উত্তর পাওয়া যায়নি। আটক বাংলাদেশি রুবেলকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

Exit mobile version