Site icon Jamuna Television

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসু’র আজীবন সদস্য ঘোষণা

সংগ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র আজীবন সদস্য ঘোষণা করা হয়েছে। তবে এর বিরোধীতা করেন ডাকসু’র ভিপি নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। আজ ডাকসু’র কার্যনির্বাহী সভায় এ ঘোষণা দেয়া হয়। সভায় ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান সভাপতিত্ব করেন। এসময় ডাকসুর নির্বাচিত সব সদস্যই উপস্থিত ছিলেন।

এদিকে, সভায় ডাকসুর বার্ষিক বাজেট ১ কোটি ৮৯ লাখ টাকা অনুমোদন করা হয়। শিক্ষার্থীদের স্বাস্থ্যবীমা ব্যাপারে অঙ্গীকার এবং ক্যাম্পাসে গণপরিবহন ও রিক্সা ভাড়া নির্ধারনে পলিসি ডায়ালগের আয়োজন করারও ঘোষণা দেওয়া হয়।

প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য পদ দেয়ার বিষয়ে বিরোধীতার কারণ উল্লেখ করে ভিপি নুর বলেন, ডাকসুর গঠনতন্ত্রে আজীবন সদস্য পদ প্রদানের এমন কোনো নিয়ম নেই। তবুও ছাত্রলীগ ডাকসুতে সংখ্যাগরিষ্ঠতার জেরে এটা পাশ করায়। আমাদের বক্তব্য হলো এমন একটি অনিয়ম নির্বাচনে প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য পদ দেওয়া হলে প্রধানমন্ত্রীকে অসম্মানিত করা হবে। এই জন্য ডাকসুতে গৃহীত প্রস্তাবনায় আমি স্বাক্ষর করিনি।

Exit mobile version