Site icon Jamuna Television

এখন পর্যন্ত নৌ রুটের ব্যবস্থাপনা সন্তুষ্টজনক: নৌ প্রতিমন্ত্রী

এখন পর্যন্ত নৌ রুটের ব্যবস্থাপনা সন্তুষ্ট বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দুপুরে সদরঘাটের সার্বিক চিত্র পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কাল পরশু যাত্রীদের ভিড় বাড়লেও চাপ সামাল দেয়ার সক্ষমতা রয়েছে। নদীপথের যাত্রীদের বাড়তি সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে, বৈরী আবহাওয়ার কারণে সদরঘাট থেকে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে।

Exit mobile version