Site icon Jamuna Television

পটুয়াখালীতে ইয়াবাসহ দুই সরকারী কর্মকর্তাসহ তিনজন গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীতে মাদক রাখার অভিযোগে দুই সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিত্ত্বে পুলিশ লাউকাঠি ইউনিয়নের তাফালবাড়িয়া এলাকার ‘তামিম হোমিও হল’ থেকে তাদের গ্রেপ্তার করে। আটকৃতদের বৃহস্পতিবার জেলে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুরে কর্মরত সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক ইলিয়াস সিকদার(৪০), গলাচিপায় কর্মরত ভূমি উপ- সহকারী জিএম মাহাবুব আলম(৪০) এবং ভাড়াটে মোটর সাইকেল চালক আলমগীর হোসেন(৩৬)। এদের মধ্যে ইলিয়াস সদর উপজেলার বদরপুরের তেলিখালী এলাকার মৃত আব্দুর রশিদ সিকারর ছেলে এবং মাহাবুব সদর উপজেলার দরিতাল্লুক এলাকার বাসিন্দা গাজী আব্দুর রবের ছেলে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, বুধবার গোপন সংবাদের ভিত্তিত্ত্বে সদর থানা পুলিশের এএসআই লিমন তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু ইয়াবা ও ইয়াবা সেবনের উপকরন উদ্ধার করা হয়। এঘটনায় মামলা দিয়ে তাদের জেলে পাঠানো হয়েছে।

Exit mobile version