Site icon Jamuna Television

লাকী আখন্দের জন্মদিনে গুগলে ডুডল

বাংলাদেশের জনপ্রিয় সংগীত পরিচালক লাকী আখন্দকে স্মরণ করল গুগল। প্রয়াত এই তারকার ৬৩তম জন্মদিন ডুডলের মাধ্যমে উদযাপন করছে প্রতিষ্ঠানটি।

সংগীত পরিচালক লাকী ১৯৫৬ সালের ৭ জুন পুরান ঢাকার পাতলাখান লেনে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে ছিলেন সুরকার, সংগীত পরিচালক ও গায়ক। তার একাধিক জনপ্রিয় গান এখনও দর্শক-শ্রোতাদের মুখে মুখে। সংগীত তাকে এক অনন্য আসন এনে দিয়েছে।

লাকী আখন্দ ব্যান্ড দল ‘হ্যাপী টাচ’-এর সদস্য ছিলেন। তার বিখ্যাত গানের মধ্যে রয়েছে- এই নীল মনিহার, আবার এলো যে সন্ধ্যা ও আমায় ডেকো না।

বরেণ্য এই শিল্পী দীর্ঘদিন ফুসফুসের ক্যান্সারে ভোগে ২০১৭ সালের ২১ এপ্রিল ৬০ বছর বয়সে ইন্তেকাল করেন।

Exit mobile version