Site icon Jamuna Television

সোহেল তাজের ভাগ্নেকে অপহরণের অভিযোগ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৈয়দ ইফতেখার আলম প্রকাশ (সৌরভ)কে অপহরণ করার অভিযোগ উঠেছে। গতকাল রাত ১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এ নিয়ে একটা স্ট্যাটাস দেন সোহেল তাজ। এতে তিনি অপহরণকারীদের চেনেন বলেও দাবি করেন।

স্ট্যাটাসে তিনি লিখেন, ‘আমার মামাতো বোনের ছেলে (ভাগিনা), সৈয়দ ইফতেখার আলম প্রকাশ (সৌরভ)কে ৯ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের সামনে থেকে অপহরণ করা হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অনুরোধ করছি সৌরভকে ফিরিয়ে দিতে তার পরিবারের কাছে। অন্যথায় আপনাদের পরিচয় জনসম্মুখে প্রকাশ করা হবে। ঘটনার আড়ালে কারা আছেন তা আমরা জানি।’

Exit mobile version