Site icon Jamuna Television

সন্ত্রাসবাদ মোকাবেলায় এক চীন ও ভারত

আঞ্চলিক সম্মেলন ‘সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন- এসসিও’তে এ বছর গুরুত্ব পেলো সন্ত্রাসবাদ মোকাবেলা। উদ্বোধনী ভাষণে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে টেকসই নিরাপত্তা কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন চীনের প্রেসিডেন্ট।

অন্যদিকে সন্ত্রাসবাদের ইন্ধনদাতা রাষ্ট্রগুলোকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান নরেন্দ্র মোদি।

সংগঠনকে ঐক্যবদ্ধ এবং অর্ন্তভূক্তিমূলক কর্মকাণ্ডে এগিয়ে নেয়ার পাশাপাশি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাসযোগ্যতা বৃদ্ধির আহ্বান জানান চীনের প্রেসিডেন্ট। তিনি বলেন, এর ফলেই অঞ্চলের বাণিজ্য-অর্থনীতি ও নিরাপত্তা ইস্যুতে আসবে সাফল্য।

আঞ্চলিক উন্নয়নের জন্য ১৯ বছর আগে প্রতিষ্ঠিত হয় ‘সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন-SCO’। ২০১৭ সালে তাতে যুক্ত হয় চিরবৈরী দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তান।

গত ১৩-১৪ জুন কিরগিজস্তানে অনুষ্ঠিত হয় ১৯তম বার্ষিক এসসিও সম্মেলন। যাতে আট সদস্যরাষ্ট্রের পাশাপাশি যোগ দেন আন্তর্জাতিক সংস্থা, পর্যবেক্ষক, আলোচক দেশগুলোর প্রতিনিধিরা।

Exit mobile version