Site icon Jamuna Television

বিশ্বকাপে ক্রিকেটারদের ইনজুরির মিছিল

বিশ্বকাপের চলতি আসরে শুরু থেকেই সবসময় আলোচনায় আছে ইংল্যান্ডের অপ্রত্যাশিত বৃষ্টি। সেই সাথে এখন নতুন করে যোগ হয়েছে ইনজুরি।

বিশ্বকাপের আগে দল ঘোষণার সময় চোটের শঙ্কায় থাকা খেলোয়াড়দেরও স্কোয়াডে রাখতে বাধ্য হয় অনেক দল। তাদের অনেকেই ফিট হয়ে ফিরেছেন আবার অনেকেই পারেননি। আসর শুরু হওয়ার পর অনেকের ইনজুরি বেড়ে যাওয়ায় একাধিক খেলোয়াড়কে দেশের বিমান ধরতে হয়েছে। নতুন করে চোটের খাতায় নাম যুক্ত হয়েছে স্বাগতিক ইংল্যান্ডের দুই তারকা অধিনায়ক ইয়ন মরগান ও জেসন রয়। ফলে বিশ্বকাপে ইনজুরির তালিকা দীর্ঘ হচ্ছে দিন দিন।

ইনজুরিকে সঙ্গী করে ইংল্যান্ডের মাটিতে পা রেখেছিলেন ডেল স্টেইন। সাথে ছিলেন ইংল্যান্ডের মার্ক উড, ভারতের কেদার যাদব। কেদার এখন পর্যন্ত ভালোই আছেন, যদিও কঠিন কোনো মুহূর্তের জন্য এখনো ডাক পড়েনি তার। ইংলিশদের পরিকল্পনার একটা বড় অংশ উডও বেশ ভালো আছেন। কিন্তু বিশ্বকাপে একটি বলও না করেই দেশে ফিরতে হয়েছে স্টেইন গানকে। কাঁধের পুরনো চোট আবার মাথাচাড়া দেয়ায় বিশ্বকাপ স্বপ্নই শেষ প্রোটিয়া গতি তারকার। গত কয়েক বছর ধরেই এ ইনজুরি মাঠের বাইরে রাখছে তাকে।

স্টেইনের মতো বিশ্বকাপ থেকে দেশে ফিরতে হয়েছে আফগানিস্তানের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদকে। যদিও তার ফেরা নিয়ে বেশ বিতর্কও হচ্ছে।

অন্যদের মধ্যে সবচেয়ে আলোচিত অস্ট্রেলিয়া অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও ভারতের ওপেনার শেখর ধাওয়ান। স্টয়নিসের কভারআপ হিসেবে অষ্ট্রেলিয়া দল নিয়েছে আরেক অলরাউন্ডার মিশেল মার্শকে, ধাওয়ানের জন্য ভারত নিয়েছে উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পান্টকে। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচেই ইনজুরিতে পড়েন দুদলের এ দুই খেলোয়াড়।

চোট সমস্যায় আছেন আফগানিস্তানের সবচেয়ে বড় তারকা রশিদ খানও। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে লোকি ফার্গুসনের বাউন্সারে আঘাত পেয়েছিলেন রশিদ।

ইনজুরির কারণে দুটি ম্যাচের পুরোটাও খেলতে পারেননি সাউথ আফ্রিকার পেসার লুনগি এনগিদি। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে পুরোটা খেললেও বাংলাদেশের বিপক্ষে নিজ কোটার সব ওভার করতে পারেননি। দ্বিতীয় ম্যাচের পর থেকে আর মাঠেই দেখা যায়নি হ্যামস্ট্রিং ইনজুরিতে থাকা এনগিদিকে।

শ্রীলঙ্কান পেসার নুয়ান প্রদীপেরও ইনজুরি আছে। তিনি দ্রুতই অ্যাকশনে ফিরতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। সেটা কাটিয়ে শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে আবার দলে ফিরেছেন প্রদীপ।

বাংলাদেশ দলের জন্যও কম যন্ত্রণার নয় ইনজুরি সমস্যা। দলের সেরা দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল এই সমস্যার মধ্যদিয়ে যাচ্ছেন। মুশফিক, সাইফউদ্দিনেরও আছে হালকা চোট সমস্যা। সাকিবের মতো চোট সমস্যায় আছেন ওয়েস্ট ইন্ডিজ বিগ হিটার আন্দ্রে রাসেলও। তবে কোনোমতে নিজেকে নিয়ে চালিয়ে যাচ্ছেন ক্যারিবীয় পাওয়ারম্যান।

বিশ্বকাপ হলো ক্রিকেটের সবচেয়ে বড় দুর্দান্ত আসর। আর এ ধরনের বড় আসরে খেলোয়াড়দেরকে নিজেদের মেলে ধরতে হলে অবশ্যই ফিট থাকতে হবে। যদিও আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে বিশ্বকাপ এবং অংশ নেয়া প্রতিটি দল। সেটা পুষিয়ে নিতে শীর্ষস্থানীয় খেলোয়াড়দের অবশ্যই থাকতে হবে মাঠে।

Exit mobile version