Site icon Jamuna Television

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, নাটোর
নাটোরের বাগাতিপাড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মারুফ হাসানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। বুধবার দুপুর ১২ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মকবুল আহসান এই আদেশ দেন। কারাদণ্ড প্রাপ্ত মারুফ হাসান বাগাতিপাড়া উপজেলার চন্দ্রখৈড় গ্রামের বজলুর রহমানের ছেলে।

মামালা সূত্রে জানা যায়, ২০১৫ সালে বাগাতিপাড়ার চন্দ্রখৈড় গ্রামের মারুফ হাসানের সাথে একই উপজেলার রামাগাড়ী গ্রামের ইসমত আরা ইমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক সহ বিভিন্ন কারণে স্বামী ও স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ২০১৬ সালের ৮ জুন মারুফ হাসান তার স্ত্রী ইসমত আরা ইমাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পরে মারুফ হাসান পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে ধরে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ওই দিনই নিহত ইসমত আরা ইমার বাবা ইনামুল হক বাদি হয়ে মারুফ হাসানকে অভিযুক্ত করে বাগাতিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন মামলার স্বাক্ষ্যগ্রহণ শেষে বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মকবুল আহসান অভিযুক্ত মারুফ হাসানকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

Exit mobile version