Site icon Jamuna Television

ব্যাংকগুলো দলীয়করণ করায় ঋণ খেলাপি বেড়েছে: খন্দকার মোশাররফ হোসেন

ব্যাংকগুলো দলীয়করণ করায় ঋণ খেলাপি বেড়েছে বলে দাবি করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। খেলাপিদের বিরুদ্ধে সরকার এখন কী ব্যবস্থা নেয়, সেটা জনগণ দেখতে চায়।

দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত এক আলোচনা সভায় এই অভিযোগ করেন তিনি। ড. মোশাররফ বলেন, প্রস্তাবিত বাজেট একটি মহলের স্বার্থ রক্ষা করবে। এসময়, খালেদা জিয়ার মুক্তি আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, সরকারের দমন-পীড়ন ও কৌশলগত কারণে আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হয়েছে বিএনপি। খালেদা জিয়ার মুক্তি না হলে গণতন্ত্রও মুক্তি পাবেনা বলে মন্তব্য করেন তিনি।

Exit mobile version