সিউলের অনুমতি ছাড়া উত্তর কোরিয়ায় হামলা চালাতে পারবে না ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনকে এমন কড়া বার্তা দিলেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জায়ে ইন।
এদিকে উত্তর কোরিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ বিবেচনা করেই গুয়াম দ্বীপে হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। মঙ্গলবার দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে শীর্ষ সেনা কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি বলেন, সংঘাত পরিহার করে উত্তেজনা কমাতে চাইলে সঠিক পথটি বেছে নিতে হবে। নিষেধাজ্ঞার জেরে আগস্টের মাঝামাঝি গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দেয় উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রও পাল্টা হামলার হুঁশিয়ারি দিলে পরিস্থিতির অবনতি হয়।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply