Site icon Jamuna Television

কক্সবাজার ও কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

কক্সবাজারে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহতের ঘটনা ঘটেছে। এদিকে, কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে।

পুলিশ বলছে, তারা ইয়াবা কারবারি ও হত্যা মামলার আসামি। গতরাতে টেকনাফের হ্নীলার পশ্চিম শিকদারপাড়ায় এই ঘটনা ঘটে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী আবদুর ও আবদুর সালামকে ধরতে অভিযান চালানো হয়। এসময় দুই পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। পরে দুজনকেই আহত অবস্থায় টেকনাফ উপজেলা হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পুলিশ বলছে, তারা স্থানীয় ইসমাইল হত্যার আসামি।

এদিকে, কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ীর মৃত্যুর খবর জানিয়েছে বিজিবি। ভোরে জেলার সদর উপজেলার বিবিরবাজার সীমান্তে এই ঘটনা ঘটে।

বিজিবি জানায়, বিবিরবাজার এলাকায় মাদক বিরোধী অভিযানের সময় বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে চোরাকারবারীরা। বিজিবিও আর্তরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে গুরুতর আহত হয় মাদক ব্যবসায়ী শ্রী প্রশান্ত কুমার দাস। পরে কুমিল্লা মেডিকেলে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। ঘটনাস্থল থেকে ৪ হাজার ৩৮৫ পিস ইয়াবা ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

Exit mobile version