Site icon Jamuna Television

প্রথম বলেই সাজঘরে করুনারত্নে

শ্রীলংকার বিপক্ষে টস জিতে ফিল্ডিং করছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় খেলাটি শুরু হয়। এ ম্যাচে জয় পেলে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের সমান আট পয়েন্ট হবে লঙ্কানদের।

ইনিংসের প্রথম বলেই লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নকে ডু-প্লেসির হাতে ক্যাচ দিতে বাধ্য করেন রাবাদা। শেষ খবর পাওয়া পর্যন্ত রঙ্কানদের সংগ্রহ ১ ওভারে ১ উইকেট হারিয়ে ৯ রান।

বিশ্বকাপ থেকে এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকার। শ্রীলংকার বিপক্ষে ওয়ানডেতে তাদের সাম্প্রতিক রেকর্ড দারুণ।

গত বছর শ্রীলংকার সিরিজ জয়ের পরে এ বছরের মার্চে ঘরের মাঠে ৫-০ ব্যবধানে লঙ্কানদের উড়িয়ে দেয় ফাফ ডু প্লেসির দল। দক্ষিণ আফ্রিকায় পাঁচ ম্যাচের মধ্যে মাত্র দুবার দুইশ ছাড়ায় শ্রীলঙ্কার সংগ্রহ।

বিশ্বকাপ দলের বেশ কয়েকজন দক্ষিণ আফ্রিকা সফরের দলে ছিলেন না। তাই সেই স্মৃতি বিশ্বকাপের লড়াইয়ে খেলোয়াড়দের মনে থাকবে না বলে মনে করেন হাথুরুসিংহে।

বিশ্বকাপে এখন পর্যন্ত শ্রীলংকার সর্বোচ্চ সংগ্রহ ২৪৭ রান। অবশ্য তাদের দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। ইংল্যান্ডের বিপক্ষে ২৩২ রানের ছোট পুঁজি নিয়ে জয়ও পেয়েছে তারা।

Exit mobile version