Site icon Jamuna Television

মেহেরপুরে ‘গোলাগুলিতে’ একজন নিহত

মেহেরপুরে দুই পক্ষের গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত মনিরুল ইসলাম শীর্ষ সন্ত্রাসী।

শুক্রবার রাত দুইটার দিকে গাংনী উপজেলার কসবা-কচুইখালি মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলির খবর পেয়ে সেখানে যায় পুলিশের একটি দল।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মনিরুল ইসলামকে উদ্ধার করা হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করে চিকিৎসক।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, অপহরণসহ ৯ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মনিরুল।

Exit mobile version