Site icon Jamuna Television

বঙ্গবন্ধুর খুনী নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন

বঙ্গবন্ধুর পলাতক খুনী নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সামনে নড়াইল-নোয়াপাড়া সড়কে বঙ্গবন্ধু ফাউন্ডেশন, নড়াইল জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ,নড়াইল জেলা শাখার সভাপতি সৈয়দ জাহিদুল ইসলাম আলিম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী মেজবাহুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক কামাল আহম্মেদ, কমিটির সদস্য গাজী রাজিব মোহাম্মদ রাজু, শামীম খন্দকার।

মানববন্ধনে অবিলম্বে বঙ্গবন্ধুর পলাতক খুনী নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানানো হয়।

মানববন্ধনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন, নড়াইল জেলা শাখার কর্মকর্তা গণসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Exit mobile version