Site icon Jamuna Television

গাজায় বড় ধরনের সামরিক অভিযান চালানোর হুমকি

অবরুদ্ধ গাজা উপত্যকায় বড় ধরনের সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার ইসরাইলের মন্ত্রী পরিষদের বৈঠকে এমন হুমকি দেন ইহুদিবাদী এ নেতা।

ইসরাইল শান্তি প্রতিষ্ঠা করতে চায় দাবি করে বুধবার মন্ত্রী পরিষদের বৈঠকে নেতানিয়াহু বলেন, আমরা শান্তি চাই। তবে গাজায় প্রয়োজনে বড় ধরনের সামরিক অভিযান চালানোর জন্য তেল আবিব প্রস্তুতি নিচ্ছে। সেনাবাহিনীকে এ বিষয়ে নির্দেশনা দেয়া আছে বলেও জানান তিনি।

এদিন মন্ত্রী পরিষদ ছাড়াও নেতানিয়াহু স্থানীয় এবং আঞ্চলিক কাউন্সিল প্রধানদের সঙ্গেও পৃথকভাবে বৈঠকে মিলিত হন। এদের মধ্যে কেউ কেউ গাজা নিয়ে কাঙ্ক্ষিত এবং প্রত্যাশা অনুযায়ী বিশেষ আলোচনা না করার প্রতিবাদে নেতানিয়াহুর বৈঠক বর্জন করেছেন বলে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে।

ইসরাইলের আগ্রাসনের জবাবে গাজা উপত্যকা থেকে নিক্ষিপ্ত রকেট নেতানিয়াহুর জন্য বিরাট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। নানা দুর্নীতিতে অভিযুক্ত নেতানিয়াহু যখন সরকার গঠনে ব্যর্থ হয়ে ব্যাপক রাজনৈতিক সংকটের মুখে পড়েছেন তখন ফিলিস্তিন বিরোধী অবস্থানের মাধ্যমে নিজের জনপ্রিয়তা ধরে রাখতে চাইছেন তিনি।

Exit mobile version