Site icon Jamuna Television

ভাতিজার কুড়ালের আঘাতে চাচা নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের সাহেবের খাষ গ্রামে ভাতিজার কুড়ালের আঘাতে চাচা নিহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর দুইটার দিকে। নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, ভাতিজা মতিয়ার রহমান বাবু চাচা সাইদুলের নিকট একহাজার টাকা পায়। এর জেরে দুপুরে কথাকাটাকাটি বাধে। একপর্যায় বাবু হাতে থাকা কুড়াল দিয়ে চাচা সাইদুল ইসলামের বুকে আঘাত করে। এতে ঘটনা স্থলেই সাইদুল মারা যায়। এদিকে ছোট চাচা কাচু মিয়া এগিয়ে আসলে তাকেও মারধর করে বাবু। এতে তার হাত ভেঙ্গে যায়। ঘটনার পরপরই ঘাতক ভাতিজা পালিয়ে যায়। নিহত ছাইদুল মৃত্যু ফকর উল্ল্যার ছেলে এবং ছাইদুলের বড় ভাই আবুল কাশেমের সন্তান ।

কচাকাটা থানার ওসি মামুন ওর রশীদ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং ঘাতককে আটক করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Exit mobile version