Site icon Jamuna Television

বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, নিহত ২, নিখোঁজ ৩

পটুয়াখালী প্রতিনিধি

বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে আকস্মিক ঝড়ের কবলে পরে তিনটি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে দুই জেলে নিহত হয়েছেন। এছাড়াও তিন জেলে নিখোঁজ রয়েছেন। শুক্রবার রাতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে পৃথকভাবে ট্রলার ডুবির এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের সেলিম মাঝির একটি ফিশিং ট্রলার মাছ ধরার উদ্দেশ্যে গভীর বঙ্গোপসাগরে যায়। শুক্রবার দুপুরে হঠাৎ ঝড়ের কবলে পরে ট্রলারটি ডুবে যায়। এতে মো.হাসান(১৭) ও মো.মিজান (২৫) নামের দুই জেলে নিহত হয়েছেন।

এদিকে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের মিজান ফকিরের মায়ের দোয়া নামের ফিশিং ট্রলারটি গভীর রাতে বঙ্গোপসাগরে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে উল্টে যায়। এতে ট্রলারে থাকা ১৪ জেলে পানিতে ডুবে যায়। পরে ভারতীয় একটি ট্রলারের লোকজন ১২ জনকে উদ্ধার করতে সক্ষম হয়। ওই ট্রলারের দুইজন এখনো নিখোঁজ রয়েছেন।

অপরদিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোহরাব প্যাদার একটি ফিশিং ট্রলার ১৩ জন জেলে নিয়ে গভীর বঙ্গোপসাগরে ডুবে গেছে। এর মধ্যে ১২ জন উদ্ধার হয়েছে। বাকি একজন নিখোঁজ রয়েছে। তার নাম র‌বিন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ মো.আলী আহম্মেদ জানান, তিনটি ট্রলার ডুবির তথ্য আমাদের কাছে এসেছে। খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে। চর‌মোন্তাজ ইউ‌নিয়‌নের ব্যবসায়ী সা‌থি মিয়া জানান, গভীর সাগ‌রে মাছ ধর‌তে যাওয়া ট্রলারগু‌লো শুক্রবার দুপু‌রের পর থে‌কে ঝ‌ড়ের কব‌লে প‌রে যায়। এতে দূর্ঘটনার শিকার হ‌য়ে‌ছে ট্রলারগু‌লো।

Exit mobile version