Site icon Jamuna Television

বিএনপি নেতৃত্ব দেয়ায় ঐক্যফ্রন্ট থেকে বেরিয়ে গেলেন কাদের সিদ্দিকী

নানা অসংগতির অভিযোগ তুলে ঐক্যফ্রন্ট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিলেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, জাতীয় ঐক্যফ্রন্টকে এখন আর খুঁজে পাওয়া যায় না। এমনকি জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর তা সঠিকভাবে চলতে পারেনি। নির্বাচনের সময় মনোনয়নপত্র কামাল হোসেনের নেতৃত্বে দেয়া হয়নি জানিয়ে তিনি বলেন নিয়ম ভঙ্গ করে এর নেতৃত্ব দিয়েছে বিএনপি। গণফোরামের সুলতান মনসুরের সংসদ সদস্য হিসেবে শপথ নেয়া জাতির সাথে ছুরিকাঘাত বলে মন্তব্য করেন তিনি। তার দল কৃষক শ্রমিক জনতা লীগ নতুন উদ্যোমে পথ চলা শুরু করেছে বলেও জানান কাদের সিদ্দিকী।

Exit mobile version