Site icon Jamuna Television

সৌদি যুবরাজের বোনের বিচার শুরু

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বোন হাসা বিনতে সালমানকে প্যারিসের একটি আদালতে বিচারের মুখোমুখি করা হয়েছে। এক শ্রমিককে হত্যার নির্দেশ দেয়ার অভিযোগে মঙ্গলবার হাসার এ বিচার শুরু হয়েছে।

তার বিরুদ্ধে অভিযোগ, হাসা ২০১৬ সালের সেপ্টেম্বরে প্যারিসে তার বাসায় সংস্কার কাজের জন্য একজন শ্রমিক নিয়োগ করেন। ওই শ্রমিক তার একটি ছবি তোলেন।

ছবিটি গণমাধ্যমের কাছে বিক্রি করতে চাওয়ার অভিযোগ এনে তাকে হত্যার নির্দেশ দেন তিনি। হাসা ক্ষুব্ধ হয়ে তার দেহরক্ষীকে বলেন, ‘তাকে হত্যা কর, সে একটা কুকুর। ওর বাঁচার অধিকার নেই।’

পরে ওই শ্রমিক বলেন, তার হাত বেঁধে কয়েক ঘণ্টা পেটানো হয়। পরে তাকে হাসার পায়ে ‘চুম্বন’ করতে বাধ্য করা হয়।

Exit mobile version