Site icon Jamuna Television

রিকশা-ভ্যান শ্রমিক লীগের আন্দোলন সাময়িক স্থগিত

প্রধানমন্ত্রীর আলাদা লেন তৈরির ঘোষণার প্রেক্ষিতে আন্দোলন সাময়িক স্থগিত করেছে জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগ।

সকালে বঙ্গবন্ধু এভিনিউতে সংগঠনের বৈঠক শেষ এই তথ্য জানান সাধারণ সম্পাদক ইনসুর আলী।

তিনি জানান, তিনটি সড়কে চলাচল বন্ধ ঘোষণা প্রত্যাহারের দাবিতে ১১ জুলাই প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন তারা। বলেন, রিকশা চলাচল বন্ধ নয়, তারা চান অবৈধ রিকশা উচ্ছেদ।

পাশাপাশি এই আন্দোলনকে কেউ যেন ভিন্নখাতে প্রবাহিত করতে না পারে সে বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রিকশা-ভ্যান শ্রমিক লীগ।

Exit mobile version