Site icon Jamuna Television

এমপি শাওনের বাবা আর নেই

ভোলা-৩ আসনের এমপি নূরন্নবী চৌধুরী শাওনের বাবা আলহাজ্ব নূরুল ইসলাম চৌধুরী (৯০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইল্লাহি রাজিউন)। আজ ভোরে ঢাকার ইউনাটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আগামী ১১ই জুলাই সকাল ৯টায় ঢাকা রমনা মধুবাগ মাঠে প্রথম জানাজা, সকাল সাড়ে ১০টায় বায়তুল মোকাররমে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ভোলার লালমোহনে নিয়ে যাওয়া হবে মরহুমের লাশ। সেখানে লালমোহন হাইস্কুল মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

পিতার মৃত্যুর সংবাদ শুনে ইতোমধ্যে ইংল্যান্ড থেকে দেশের উদ্দেশ্য রওয়ানা হয়েছেন এমপি শাওন। গত ৬ই জুলাই বাংলাদেশ পার্লামেন্টারী ক্রিকেট টিমের সদস্য হিসেবে রাষ্ট্রীয় সফরে ইংল্যান্ডে ছিলেন তিনি।

Exit mobile version