Site icon Jamuna Television

অপহরণ করে ধর্ষণের মামলায় ধর্ষকের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচিতে এক কিশোরীকে ধর্ষণ মামলায় এক জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার সকালে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ১ এর বিচারক ফজলে খোদা মোঃ নাজির এই রায় দেন। রায়ে আরও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

মামলার নথি কে জানা যায় ২০০৪ সালের অক্টোবর মাসে ৯ তারিখে সন্ধ্যা ৭টায় বেলকুচি উপজেলার খামার উল্লাপাড়া গ্রামের ছানোয়ার হোসেনের ১৯ বছরের মেয়েকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে একই উপজেলার দৌলতপুর সিনেমা হলের পিছনে একটি বাড়িতে ধর্ষণ করে মামলা আসামি উজ্জল হোসেন। পরে মেয়েটি বাদি হয়ে বেলকুচি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলার দীর্ঘ শুনানি ও ৮ জনের স্বাক্ষ্য গ্রহণের পর আদালত এই রায় দেয়। তবে আসামি উজ্জল জামিন নিয়ে পলাতক রয়েছে।

Exit mobile version