Site icon Jamuna Television

কাতারে মধ্যআকাশে সংঘর্ষে ২ সামরিক বিমান বিধ্বস্ত

কাতারের আকাশে দুটি সামরিক বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুটি বিমানই বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে রাশিয়ান সংবাদমাধ্যম স্পুটনিক। তবে পাইলটরা নিরাপদে অবতরণ করতে পেরেছেন।

আজ বুধবার এ ঘটনা ঘটেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানায়, বুধবার মাঝ আকাশে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে উভয় বিমানের পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

কী কারণে এই সংঘর্ষ হয়েছে তা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে জার্মানির উত্তরাঞ্চলের একটি শহরে প্রশিক্ষণরত দুটি বিমানের মাঝে মুখোমুখি সংঘর্ষ হয়। সে সময় বিমান দুটির একজন পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হলেও অন্যজন মারা যান।

Exit mobile version