Site icon Jamuna Television

ভারতে বন্যা পরিস্থিতির অবনতি, নিহত ৩

ভারি বর্ষণে ভারতের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্যে বন্যা দেখা দিয়েছে। আসামের ১১ জেলায় পানিবন্দি রয়েছে দুই লাখেরও বেশি মানুষ। বৃষ্টি ও বন্যায় রাজ্যটিতে এখন পর্যন্ত প্রাণ গেছে অন্তত তিনজনের।

আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় প্লাবিত হয়েছে দেড়শ’র বেশি গ্রাম। পানিতে তলিয়ে নষ্ট হয়েছে ১৩ হাজার হেক্টর আবাদি জমির ফসল। বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র, ধানসিঁড়ি, জিয়াভারালি, পুঠিমারি আর বেকি নদীর পানি।

মেঘালয়, অরুণাচল, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, হরিয়ানা, মধ্য প্রদেশ আর ছত্তিশগড়ের বিস্তীর্ণ অঞ্চলেও দেখা দিয়েছে বন্যা। টানা বৃষ্টিতে বিপর্যস্ত পশ্চিমবঙ্গ, বিহার, সিকিম, ঝাড়খন্ড, উত্তর প্রদেশ। ঝড়ো আবহাওয়ার কারণে পূর্বসতর্কতা জারি করা হয়েছে হিমাচল আর গুজরাটে।

কেন্দ্রীয় আবহাওয়া বিভাগ বলছে, আগামী কয়েকদিন আরও বাড়বে বৃষ্টি।

Exit mobile version