Site icon Jamuna Television

সীমিত পরিসরে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস শুরু

জাহাজ ও কনটেইনার জট কাটিয়ে উঠতে শুরু করেছে চট্টগ্রাম বন্দর। বৈরী আবহাওয়ার কারণে টানা ছয়দিন বহি:নোঙরে পণ্য খালাস বন্ধ ছিলো। আজ সীমিত পরিসরে পণ্য খালাস শুরু হয়েছে।

বহি:নোঙরে খোলা পণ্য ও কনটেইনার নিয়ে অবস্থান করছে ৫৭টি বিদেশী জাহাজ। সাগর স্বাভাবিক হয়ে আসায়, লাইটার জাহাজ চলাচল শুরু করেছে। বড় জাহাজ থেকে পণ্য খালাস করতে, আমদানিকারকরা খোঁজখবর রাখছেন।

কর্তৃপক্ষ বলছে, জাহাজ জট কমিয়ে আনতে বেশ কয়েক দিন সময় লাগবে। বিভিন্ন ইয়ার্ডে জমা পড়েছে, সাত চল্লিশ হাজার কন্টেইনার। এদিকে বন্দরের প্রবেশ মুখে, অপেক্ষা করছে, শত শত ট্রাক।

Exit mobile version